শিরোনাম ::
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে হোটেল থেকে পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

কক্সবাজার শহরের কলাতলীতে মরিয়ম রিসোর্ট নামে আবাসিক হোটেলের কক্ষ থেকে অমিত বড়ুয়া (৩৪) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কলাতলী মরিয়ম রিসোর্টের ১০৮ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পর্যটক চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরা এলাকার রাজবিহারী বড়ুয়ার পুত্র।

নারায়ণগঞ্জে এক মাসে ২৫ মরদেহ উদ্ধার
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফয়জুল আজিম।

তিনি বলেন, দুদিন আগে কক্সবাজার এসে মরিয়ম হোটেলের ১০৮ নং কক্ষে ওঠেন অমিত বড়ুয়া। আজ (শুক্রবার) চেক আউট করার কথা ছিল। হোটেলের রুমবয় ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ম্যানেজারকে বিষয়টি জানালে পুলিশে খবর দেওয়া হয়।

পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ সময় পাশে একটি চিরকুট পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে।


আরো খবর: