বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৯ জেলেকে চমেক হাসপাতালে প্রেরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজার শহরের নুনিয়াছড়া ৬নং ঘাটে মাছ ধরার নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ১১ জেলের মধ্যে ৯ জেলেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তাদের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কক্সবাজারের ৬ নম্বর জেটির রাশেদ সাহেবের ঘাটে কক্সবাজার পৌরসভার পশ্চিম নতুন বাহারছরার সেলিম বহদ্দারের ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতরা হলেন— আইয়ুব (৩১), দীল মোহাম্মদ (৩০), রফিক (২৫), মনির(২৬), শফিকুল (২৬), আরমান (২০), রহিম (৩৭), রহিমুল্লাহ (৩০), শাহিদ(৩৫) এবং ওসমান (১৯)। বাকি দুজনের নাম এখনো জানা যায়নি। আহতদের সকলেই কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডস্থ কুতুবদিয়া পাড়া ও সমিতি পাড়ার বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার শেষরাতে মাছ শিকারের পর ৬ নাম্বার ঘাটে নোঙর করে। সকাল ৮টাই হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ট্রালারে আগুন ধরে যায়। পরে স্থানীয় সাধারণ মানুষ আহাত মাঝিমাল্লাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ৭০ শতাংশ দগ্ধ হওয়া ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ঘটনার পর সকাল ১১টায় আহতদের ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসা হয়। পরে ৩৬ নং ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের ৭০ থেকে ৯০ শতাংশ পুড়ে গেছে


আরো খবর: