শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে সাজাপ্রাপ্ত রোহিঙ্গা কয়েদির মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২

কক্সবাজার সদর হাসপাতালে নজির আহমদ (৫৫) নামে এক রোহিঙ্গা কয়েদির মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মো. নেছার আলম।

নিহত নজির আহমদ উখিয়া কুতুপালং ক্যাম্পের ব্লক জি, শেড ১৪ এর বাসিন্দা ওয়াজ উল্লাহর ছেলে।

জেল সুপার নেছার আলম বলেন, ‘২০২১ সালের ৬ সেপ্টেম্বর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা পরোয়ানা মূলে নজির আহমদকে কারাগারে নেয়া হয়। উখিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে এ সাজা দেন। সে হৃদরোগে আক্রান্ত হয়ে ২৯ জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিল। পরে অবস্থার অবনতি হলে আজ দুপুর ১টা ১৫ মিনিটে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

ময়নাতদন্তের জন্য তার লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান জেল সুপার মো. নেছার আলম।


আরো খবর: