শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে রিসোর্ট থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

কক্সবাজার শহরের কলাতলী হোটেল থেকে সৌরভ সিকদার (৩৪) নামের এক পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার হোটেল মোটেল জোনের কলাতলীর ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে এ পর্যটকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মাস্টার হাসান শহীদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. সেলিম উদ্দীন জানান, রবিবার নিহত সৌরভ সিকদার তার স্ত্রীকে সাথে নিয়ে ওই রিসোর্টে ওঠেন।

পরে গলায় রশি বেঁধে ফ্যানে ঝুলে আত্মহত্যা করেন। এ সময় রশি ছিঁড়ে লাশ রিসোর্টের রুমে পড়ে যায়। পুলিশ খবর পেয়ে এ অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় স্ত্রী মৃতদেহের পাশে ছিলেন। স্ত্রীর দেয়া তথ্যমতে প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

এরপরও পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


আরো খবর: