বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে মাদক মামলায় রোহিঙ্গা আরিফের মৃত্যুদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে মাদক মামলায় মো. আরিফ নামে এক রোহিঙ্গার মৃত্যুদণ্ড ঘোষনা করেছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন।

মামলার রায় ঘোষণাকালে আসামি আরিফ আদালতে অনুপিস্থিত ছিলেন। জামিনে গিয়ে পলাতক হন তিনি। এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। মাদক মামলায় এটি কক্সবাজারে প্রথম মৃত্যুদণ্ড। আসামি মো. আরিফ উখিয়ার কুতুপালং ক্যাম্প ২, ব্লক ডি-৫ এর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আব্দুল মুনাফের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, এই রায়ের ফলে ইয়াবা ব্যবসায়ীদের কাছে একটি বার্তা যাবে। ফলে, ইয়াবা ব্যবসা কমে আসবে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ নভেম্বর সাত হাজার নয়শ নব্বই পিস ইয়াবা বড়িসহ উখিয়া টিভি টাওয়ার এলাকা হতে আরিফকে আটক করে র‍্যাব-৭। এ সময় ঘটনাস্থল হতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সাদেক নামের এক ব্যক্তি পালিয়ে যায়। এই ঘটনায় র‍্যাবের কর্মকর্তা (পুলিশ ইন্সপেক্টর) মো. শাহদাত হোসেন বাদী হয়ে দুইজনকে আসামি করে উখিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন। আদালত দীর্ঘ প্রক্রিয়া শেষে মামলার ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ্য গ্রহণ করে। আদালত মামলার চার্জশিট ও সাক্ষীদের বক্তব্য পর্যালোচনা করে মামলার ১ নং আসামি আরিফের মৃত্যুদণ্ড ঘোষণা করেন এবং অপর পলাতক আসামি সাদেককে বেকসুর খালাস প্রদান করেন।


আরো খবর: