কক্সবাজার সদরের বাংলাবাজারে যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল আজিজুল হক (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকালে বাংলাবাজার ছমুদা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজিজুল হক সীমান্তবর্তী উপজেলার নাইক্ষংছড়ির চাকঢালার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার ইমন। তিনি জানান, প্রয়োজনীয় কাজে নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজার শহরে যাওযার পথে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যার দিকে তার স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে গেছে।