মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২

২৭-৩১ মার্চ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’ অনুষ্ঠিত হবে । এ টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা দল অংশগ্রহণ করবে। ৩১ মার্চ বিকেলে ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী বিকেলে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে ফাইনাল খেলা উপভোগ করবেন এবং ফাইনালে অংশগ্রহনকারী দলসমূহের মধ্যে পুরস্কার প্রদান করবেন।

টুর্নামেন্ট উপলক্ষে আজ সকালে জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব জনাব মেজবাহ উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের লোগো এবং বাংলাদেশ দলের লোগো উন্মোচিত হয়।

সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এ ধরনের টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে ক্রীড়াবিদরা ক্রীড়াশৈলী, অভিনব কৌশল ও নৈপুণ্য প্রর্দশনের সুযোগ পাবেন। দেশ খুঁজে পাবে আগামী দিনের তারকা ক্রীড়াবিদদের। আমরা আনন্দিত এ ধরনের আয়োজন করতে পেরে।’

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী খেলোয়াড়রাও পিছিয়ে নেই। বিগত দিনে তারা বিদেশের মাটিতে খেলে বহু পদক অর্জন করেছে। অন্যান্য ইভেন্টের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ক্রিকেট খেলাতেও বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেটাররা ভাল ফলাফল করছে। বাংলাদেশের বিসিএপিসি-র প্রতিবন্ধী ক্রিকেট দলটি আন্তর্জাতিক পর্যায়ে ৭টি টুর্নামেন্টে খেলে সবকয়টিতেই চ্যাম্পিয়ন হয়েছে। এ অর্জন দেশের জন্য অত্যন্ত গর্বের।’

তিনি উল্লেখ করেন, ‘বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। শেখ হাসিনার নেতৃত্বে প্রতিবন্ধীদের শারীরিক ও মানসিক উন্নয়নে সাভারে প্রায় ১২ একর জমির উপর প্রতিবন্ধী ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, জাতীয় সংসদ ভবনের পার্শ্বে ৪.১৬ একর জমিতে প্রতিবন্ধীদের খেলার মাঠ উন্নয়ন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সৃষ্টি করা হচ্ছে।’


আরো খবর: