বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে দেড় কেজি ক্রিস্টালমেথ উদ্ধার, গ্রেপ্তার ১

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে দেড় কেজি ক্রিস্টালমেথসহ (আইস) হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে বিজিবি। গ্রেপ্তার হেলাল উদ্দিন (২০) উখিয়ার ঠাইপালং এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ। তিনি বলেন, মঙ্গলবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ৩০ বিজিবির সদস্যরা মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকার গোয়ালিয়ায় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে। এ সময় যাত্রী হেলাল উদ্দিনকে ১ কেজি ৫০৪ গ্রাম ক্রিস্টালমেথসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার মাদক ক্রিস্টালমেথের (আইস) আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৫২ লাখ টাকা।

গ্রেপ্তার ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


আরো খবর: