শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে দিনে ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক :

২৪ ঘন্টায় ৪ ঘন্টা লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগ। এছাড়া রাত ৮ টার পর শপিংমল খোলা থাকলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে নামবে প্রশাসন।

এ বিষয়ে কক্সবাজার বিদ্যুৎ বিতরন বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের গনি বলেন, আপাতত আমরা ৫ ঘন্টা অন্তর অন্তর এলাকায় ভিত্তিক ১ ঘন্টা করে লোড শেডের সিদ্ধান্ত নিয়েছি। যদি উদ্ধতন কর্তৃপক্ষ আরও বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দেয় সেক্ষেত্রে এটি দ্বিগুন হবে। অর্থাৎ সেক্ষেত্রে দুই ঘন্টা অন্তর অন্তুর এলাকা ভিত্তিক ১ ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, এছাড়া রাত ৮ টার পর শপিংমল, ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দেয়া বক্তব্য অনুযায়ী কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সেসব প্রতিষ্ঠানের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। তবে এখনো কেন্দ্র থেকে আমরা কোনো লিখিত সিদ্ধান্ত পাইনি। লিখিত সিদ্ধান্ত পেলে এনিয়ে জেলা প্রশাসকের সাথে বৈঠক করে করণীয় নির্ধারন করা হবে।

নির্বাহী প্রকৌশলী বলেন আজ কালকের মধ্যে সরকারি সিদ্ধান্ত হাতে পাব। সেখানে ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি অফিস আদালতের বিষয়েও নির্দেশনা থাকবে। সেই নির্দেশনার আলোকে আমরা চলব।


আরো খবর: