মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রি, এক লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এম.এ আজিজ রাসেল ::

কক্সবাজারে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ করে বিক্রি করার অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ৩০ মার্চ রাত সাড়ে ৮ টায় এই অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, কক্সবাজারে দীর্ঘদিন যাবৎ একটি সংঘবদ্ধ অসাধু ব্যবসায়ী চক্র নিম্ন আয়ের মানুষের জন্য সরকার কর্তৃক প্রদত্ত স্বল্প মূল্যের সুবিধাজনক পণ্য ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে অবৈধভাবে সংগ্রহ ও মজুদ করে বেশি মূল্যে বিক্রয় আসছে। এই তথ্যের ভিত্তিতে টিসিবির পণ্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও বিক্রির সাথে জড়িত অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় নিয়ে আসতে র‌্যাবের গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়।

যার ধারাবাহিকতায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসার সহায়তায় র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজারের বিসিক শিল্প নগরী এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে।

এ সময় কক্সবাজার বিসিক শিল্পনগরীতে মেসার্স তানভীর এন্টারপ্রাইজে টিসিবির সীলযুক্ত বিপুল পরিমাণ ভোজ্য তৈল উদ্ধার করা হয়। পরবর্তীতে টিসিবির পণ্য অবৈধভাবে মজুদ ও বিক্রির জন্য মজুদকারী আজিজুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।


আরো খবর: