বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে আরেক মামলায় খালাস পেলেন সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার -১ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ আরো একটি মামলা থেকে খালাস পেয়েছেন।

এ নিয়ে সালাহউদ্দিন আহমদ কক্সবাজারের চকরিয়ায় দায়েরকৃত তিনটি মামলায় বেকসুর খালাস পেলেন।

২০১১ সালে দায়েরকৃত ওই মামলা থেকে বিএনপির আরও ১৫ নেতাকর্মীকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ আদেশ দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সাইফুল এলাহী।

মামলার শুনানিতে আসামী পক্ষে এডভোকেট শামীম আরা স্বপ্না ও সরকার পক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুর রশিদ অংশ নেন।

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট শামীম আরা স্বপ্না এ তথ্য নিশ্চিত করেছেন।

খালাস পাওয়া বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আছেন জয়নাল, রুবেল বড়ুয়া, আজিজুল হক, জালালউদ্দিন, আবদুর রহিম, নুরুল আমিন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, সেলিম উল্লাহ, ইব্রাহিম খলিল, মো. হোছন, মো. বাবুল, সাইফুল ইসলাম, মো. ইব্রাহিম ও মনজুর আলম।


আরো খবর: