শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে কাঙ্খিত ফাইনালে বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স

এম.এ আজিজ রাসেল
আপডেট: মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২

ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে দ্বিতীয় দল হিসেবে কাঙ্খিত ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স।

সোমবার (২১ ফেব্রুয়ারী) সকালে বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে স্বাগতিকেরা। শিরোপা লড়াইয়ে স্বাগতিক দল লড়বে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশের সাথে।

ট্রসে জিতে ব্যাট করতে নেমে ১২৪ রানের টার্গেট দেয় পশ্চিম বড় বাজার রাখাইন টাইগার্স। দলের পক্ষে মং ক্য হ্লা ৪২, চ প্রু ১৮, ক্য নাই ১৯, ও আউ ১৭ রান করে। বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের আবুরি ২টি, ওয়ান জ্য ২টি, উলামং ও সেন হেন ১টি করে উইকেট লুফে নেয়।

১২৪ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। দলের পক্ষে ছেন হেন ৪৬, মং মো ৩৯ ও জ জ ১৯ রান করে। পশ্চিম বড় বাজার টাইগার্সের হিন থেন ১টি, চচিলা ১টি ও মংছেন নাই ১টি উইকেট লাভ করেন।

ম্যাচ সেরা হয় বিজয়ী দলের ছেন হেন। তাঁকে ম্যাচ সেরার ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ-সভাপতি জ জ ইয়ুদি ও সাধারণ সম্পাদক জ জ রাখাইন।

ম্যাচ পরিচালনা করেন এম. নুরুল আলম ও নাই নাই।


আরো খবর: