বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ওবায়দুল কাদের শঙ্কামুক্ত

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
ওবায়দুল কাদের শঙ্কামুক্ত


নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই) উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। তবে তাকে আরও দুই-একদিন পর্যবেক্ষণে রাখা হবে। এ জন্য তার সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।


বিএসএমএমইউ উপাচার্য বুধবার (১৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।


অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ দাবি করেন, গতকাল রুটিন চেকআপের জন্য উনি (ওবায়দুল কাদের) হাসপাতালে এসেছিলেন। তিনি যেন বিশ্রামে থাকেন, সে জন্য তাকে ভর্তি করা হয়েছিল। ওবায়দুল কাদেরের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আজ (বুধবার) সকালে ১০ সদস্যের মেডিকেল বোর্ড মিটিং করেছি। গতকালের চেয়ে উনি অনেক ভালো আছেন। ওবায়দুল কাদেরের ডায়াবেটিস গতকাল ছিল ১৩, আজ ৫। এটা একদম নরমাল। ব্লাড প্রেশার, অক্সিজেন স্যাচুরেশন সবকিছুই এখন স্বাভাবিক।


তিনি আরও বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার, ডায়াবেটিস ছিল, হার্টে সমস্যা ছিল- সবকিছু এখন মোটামুটি সেটেল ডাউন করেছে। উনার কোনো শ্বাসকষ্ট নেই। চলতে ফিরতে কোনো বাধা নেই।


এর আগে সকাল ১০টার দিকে বিএসএমএমইউয়ে ৪১১নং ভিআইপি কেবিনে উপাচার্য শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসেছিল।


এ দিকে অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিটে হাসপাতালে আসেন তার ভাই আব্দুল কাদের মির্জা। এরপর তিনি সাংবাদিকদের বলেন, উনি (ওবায়দুল কাদের) আগের চেয়ে সুস্থ আছেন। তিনি ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


সাননিউজ/এমআর




আরো খবর: