শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এক দিন পরই ডেঙ্গুতে আবার ৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩


কা, ১৭ ডিসেম্বর – ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু মশাবাহিত রোগটিতে ১ হাজার ৬৮২ জন মারা গেলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২৫৪ জন। এর মধ্যে ৬৩ জন ঢাকার ও ১৯১ জন রাজধানীর বাইরের। সারাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৫৬৩ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানীতেই ৪৭৪ জন। বাকি ১ হাজার ৮৯ জন ঢাকার বাইরের।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ২৩৬ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৯৯১ জন।

গত জুনে দেশে ডেঙ্গু সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করে। ওই মাসে ৩৪ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ২০৪, আগস্টে ৩৪২, সেপ্টেম্বরে ৩৯৬, অক্টোবরে ৩৯৬ ও নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ওই বছর ডেঙ্গুতে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন আক্রান্ত হয়েছিলেন, মারা যান ১৭৯ জন। গত বছর ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু হয়।

সূত্র: সমকাল
আইএ/ ১৭ ডিসেম্বর ২০২৩


আরো খবর: