বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ


ইসলামাবাদ, ১১ মে – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে এক ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। স্থানীয় গণমাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করতে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোকে (এনএবি) নির্দেশ দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।

 

ইমরান খানের আইনজীবীরা তাকে গ্রেফতারের বিষয়ে চ্যালেঞ্জ করার পরই সর্বোচ্চ আদালত বৃহস্পতিবার এই নির্দেশ দেন। ইমরান খান ছাড়াও পিটিআইর আরও তিন শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

এদিকে ইমরান খানকে গ্রেফতারের বিরোধিতায় দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। বিভিন্ন স্থানে ইমরান খানের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে আপজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আরও প্রায় দুই হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

বেশ কিছু সরকারি স্থাপনা এবং অন্য সরকারি ভবনে হামলা চালানো হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর কাছে সহায়তা চেয়েছে পাকিস্তান সরকার। বৃহস্পতিবার বড় শহরগুলোর রাস্তায় আধাসামরিক বাহিনী এবং পুলিশের অবস্থানকে কেন্দ্র করে বেশ উত্তেজনা বিরাজ করে।

পাকিস্তানের দুই প্রদেশে মোবাইল ডাটা সার্ভিস বন্ধ রাখা হয়েছে। এছাড়া স্কুল এবং অফিসও বন্ধ। এর আগে বুধবার ইমরান খান আশঙ্কা প্রকাশ করে বলেন, কারাগারে তাকে বিষপ্রয়োগ করে ধীরে ধীরে হত্যা করা হতে পারে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে ইমরান খানকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)।

তাকে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়। বুধবার নিজের জীবন নিয়ে শঙ্কার কথা প্রকাশ করে ইমরান খান আদালতকে বলেন, কর্তৃপক্ষ এমন একটি ইঞ্জেকশন দেয় যা একজন ব্যক্তিকে ধীরে ধীরে মেরে ফেলে। তিনি আশঙ্কায় আছেন যে, তার সঙ্গেও হয়তো এমনটা হতে পারে।

আদালতে শুনানি চলাকালে ইমরান খান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. ফয়সাল সুলতানের কাছেই চিকিৎসা নেবেন বলে দাবি করেন। সে সময় তিনি বলেন, মাকসুদ চাপরাশিকে যে ধরনের শাস্তিমূলক চিকিৎসা দেওয়া হয়েছিল তার সঙ্গেও এমন কিছু হোক তিনি তা চান না।

ইসলামাবাদের পুলিশ লাইন্সে অস্থায়ী আদালতের এক শুনানি চলাকালে ইমরান খান অভিযোগ করে বলেন, পাকিস্তানের আধাসামরিক রেঞ্জার্স বাহিনীর সদস্যরা আটক করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দপ্তরে নিয়ে যাওয়ার পর তাকে গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ১১ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ first appeared on DesheBideshe.



আরো খবর: