শিরোনাম ::
শিল্পী সংঘের নেতাদের প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেই হামলা গাজায়, একদিনে নিহত ২৭ শেখ মুজিবের ছবিতে মন্তব্য করায় ৪ মাসের জেল, পড়াশোনা বন্ধ ২২৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’ শিক্ষার্থীদের সঙ্গে যেসব বিষয়ে মতবিনিময় হলো প্রধান উপদেষ্টার পশ্চিমতীরে মার্কিন নারীকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা, ব্লিংকেনের নিন্দা সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের মণিপুরে ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় নিহত ৫ এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সালমান শাহ’র মা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

একদিনে ১৯জনের করোনা শনাক্ত কক্সবাজারে

ডেস্ক নিউজ
আপডেট: বুধবার, ১২ জানুয়ারি, ২০২২

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৫৭৮ জনের নমুনা টেস্ট করে ১৯ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে।

অবশিষ্ট ৫৫৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে মহেশখালী উপজেলার রোগী ১০ জন, কক্সবাজার সদর উপজেলার রোগী ৭ জন, পেকুয়া উপজেলার ১ জন এবং টেকনাফ উপজেলার ১ জন রোগী রয়েছে।

এছাড়া, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে গত ১০ জানুয়ারি ৪২১ জনের নমুনা টেস্ট করে ৪ জন, ৯ জানুয়ারি ৫১৬ জনের নমুনা টেস্ট করে ৬৮ জন, ৮ জানুয়ারি ৩৪২ জনের নমুনা টেস্ট করে ৪০ জন, ৭ জানুয়ারি ৫৭৫ জনের নমুনা টেস্ট করে ১৬ জন এবং ৬ জানুয়ারি ৪৬৯ জনের নমুনা টেস্ট করে ২৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, ১০ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলায় ২৩ হাজার ৭৭৬ জনের দেহে করোনা শনাক্ত করা হয়। একইসময়ে ৩১০ জন করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলায় মৃত্যুবরণ করেছেন।
সিবিএন


আরো খবর: