শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

এআই’র মাধ্যমে মৃত শিল্পির কন্ঠ ফেরালেন এ আর রহমান

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
এআই’র মাধ্যমে মৃত শিল্পির কন্ঠ ফেরালেন এ আর রহমান


মুম্বাই, ৩১ জানুয়ারি – লাল সেলাম’ সিনেমায় মৃত দুই গায়কের কণ্ঠ ব্যবহার করে ফের আলোচনায় ভারতীয় অস্কারজয়ী সুরকার এ আর রহমান।

সম্প্রতি ‘সনি মিউজিক সাউথ’ পেজে ‘লাল সেলাম’ সিনেমার একটি পোস্টার পোস্ট করে লেখা, ভারতীয় সিনেমায় এই প্রথম এআইয়ের মাধ্যমে প্রয়াত বাম্বা বাকিয়া ও শাহুল হামিদের কণ্ঠ ব্যবহার করা হয়েছে।

এই পোস্ট শেয়ার করে সুরকার রহমান লেখেন, প্রয়াত দুই কণ্ঠশিল্পীর কণ্ঠ ব্যবহারের জন্য আমরা তাদের পরিবার থেকে সম্মতি নিয়েছি, উপযুক্ত সম্মানিও দিয়েছি।

রহমান আরও লেখেন, প্রযুক্তি কখনোই বিপদ ডেকে আনে না, যদি এর সঠিক ব্যবহার করা হয়।

নেটদুনিয়ায় এমন খবর ছড়িয়ে পড়লে রীতিমতো অবাক বনে যান নেটিজেনরা।

‘লাল সেলাম’ সিনেমায় অভিনয় করেছেন রজনীকান্ত। মঈদীন ভাই চরিত্রে অভিনয়ের জন্য রজনীকান্তকে কাস্ট করেছেন তারই মেয়ে ও এ সিনেমার পরিচালক ঐশ্বরিয়া রজনীকান্ত।

আইএ/ ৩১ জানুয়ারি ২০২৪





আরো খবর: