শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উস্কানিমূলক কোনো পদক্ষেপে অংশ নেবেন না : কক্সবাজারে সালাহউদ্দিন আহমেদ

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “দেশের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এবং পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশ-বিদেশে বসে কোনো ষড়যন্ত্র করতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।”

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে নিজ জেলা কক্সবাজারের বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

দেশের চলমান পরিস্থিতিতে জনগণকে ধৈর্য ধারণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, “উস্কানিমূলক কোনো পদক্ষেপে অংশ নেবেন না। এতে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের পথ বাধাগ্রস্ত হবে।”

কক্সবাজার বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মৎস্য বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।


আরো খবর: