শিরোনাম ::
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিজয় চিত্রনায়িকা দিতির বাড়িতে হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ কুয়েটে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৪ নেতাকর্মী গ্রেপ্তার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, টরন্টোর উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ভয়ঙ্কর অবস্থায় রাজধানীর বায়ুদূষণ | SUN NEWS BANGLADESH নূরুল হক এডুকেশন ট্রাস্ট ফেঞ্চুগঞ্জ-ইউকে-র আব্দুর রশিদ ভূঁইয়া স্মৃতি বৃত্তি-২০২৪ অনুষ্ঠান তিন ঘণ্টার চেষ্টায় চট্টগ্রামে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে মঙ্গলবার গণঅবস্থান কর্মসূচির ঘোষণা | SUN NEWS BANGLADESH ডেস্কের কাছে নাক খুঁটেছে মাস্কের ছেলে, শতাধিক বছরের পুরনো ডেস্কই সরিয়ে দিলেন ট্রাম্প!
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উড়োজাহাজ স্বল্পতায় ম্যানচেস্টার রুটের ফ্লাইট বন্ধ রাখবে বিমান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ২৯ জানুয়ারি – হজ কার্যক্রমের কারণে আগামী ১ মে থেকে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে কর্তৃপক্ষ। বুধবার বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে হজ কার্যক্রম শেষে ১১ জুলাই থেকে আবারও রুটটিতে ফ্লাইট চালানোর কথা জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং উড়োজাহাজ স্বল্পতার জন্য ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট আগামী ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত সাময়িক স্থগিত করা হয়েছে। হজ কার্যক্রম শেষে আগামী ১১ জুলাই থেকে স্বাভাবিক সময়ের মতো ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে সপ্তাহে দুই দিন করে নিয়মিত ফ্লাইট পরিচালিত হবে।

এই রুটের ১১ জুলাই পরবর্তী টিকিট বিমান সেলস কাউন্টার, বিমান ওয়েবসাইট, মোবাইল অ্যাপসসহ সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রয়ের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানায় বিমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ১ মে থেকে ১০ জুলাই পর্যন্ত ঢাকা-সিলেট-ম্যানচেস্টার বা ফিরতি রুটের টিকেট যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে চাহিদা মোতাবেক টিকিট কোনো বাড়তি খরচ ছাড়াই রিফান্ড নেওয়া যাবে অথবা সিট খালি থাকা সাপেক্ষে বিনা মূল্যে ফ্লাইটের তারিখ পরিবর্তন করা যাবে।

যাত্রীরা চাইলে ম্যানচেস্টার রুটের টিকিট বিনামূল্যে লন্ডন রুটেও পরিবর্তন করতে পারবেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। ফিরতি ফ্লাইটের ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।



আরো খবর: