বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া উপজেলা হিউম্যান এইড ইন্টারন্যাশনালের কমিটি গঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড ইন্টারন্যাশনালে এর ১২ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা শাখার গঠিত হয়েছে।

২৬ অক্টোবর (ববৃহস্পতিবার) সকাল ১১ টার সময় উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত হিউম্যান এইড ইন্টারন্যাশনালে উখিয়া উপজেলা শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উখিয়া সরকারি জয়িতা পদকপ্রাপ্ত উদ্যোগক্তা সেনোয়ারা আকতার সানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এনজিও কনর্সান ওয়ার্ল্ড ওয়াইড এর প্রজেক্ট অফিসার  রাহেলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্না পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল কক্সবাজার জেলা শাখার সভাপতি সাঈদুল হক চৌধুরী, কোস্ট ফাউন্ডেশন কক্সবাজার সহকারি পরিচালক জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন, উখিয়া ডিগ্রী কলেজের অধ্যাপক শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজুল হক রিয়াজ, উপজেলা যুবলীগের নবনির্বাচিত সভাপতি ইমাম হোসেন, সাধারণ সম্পাদক সরওয়ার কামাল পাশা,টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সাধারণ সম্পাদক হারুনর রশীদ সিকদার, টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকন।

উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহউদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন সহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও টেকনাফ হিউম্যান এইড ইন্টারন্যাশনাল সভাপতি নুরুল হোসাইন।

সাধারণ সভা শেষে সকলের মতামতের ভিক্তিতে উখিয়া সরকারি জয়িতা পদকপ্রাপ্ত উদ্যোগক্তা ছেনুয়ারা আকতার সানিকে সভাপতি ও কনর্সান ওয়ার্ল্ড ওয়াইড এর প্রজেক্ট অফিসার রাহেলা আক্তারকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট উখিয়া উপজেলা হিউম্যান এইড ইন্টারন্যাশনালের কমিটি ঘোষনা করা হয়।


আরো খবর: