নিজস্ব প্রতিনিধি::
সাত দিনের মধ্যে সওজের জায়গা থেকে অবৈধভাবে নির্মিত দু’তলা বিল্ডিং পুরাতন সী-কেয়ার ও টিনশেট রেস্তোরাঁ সন্তোষ কিচেন নিজ খরচে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে জেলা সড়ক উপবিভাগ-২ কক্সবাজার।
গত ১৯ ফেব্রুয়ারী সওজ থেকে উখিয়া উপজেলা পরিষদ গেইট সংলগ্ন দু’তলা ভবন পুরাতন সী-কেয়ার ও টিনসেট দোকানের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে এ নোটিশ দেওয়া হয়েছে।
সওজের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফা মুন্সি
স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, মোহাম্মদ শাহ আলম (পিতা-সকর মুল্লুক) আপনি উখিয়া উপজেলা গেইট সংলগ্ন সওজের অধিগ্রহণকৃত ভূমিতে দু’তলা বিল্ডিং ও টিন সেট অবকাঠামো নির্মাণ করে সরকারি ভূমি অবৈধভাবে দখল করেছেন।যা সরকারি সম্পদ সম্পূর্ণ অবৈধভাবে জবরদখল ও দ্যা হাইওয়ে অ্যাক্ট-১৯৯৪ এর ৮ এর (ক) ও (খ) ধারা মোতাবেক অপরাধ করেছেন,যাহা আইনের পরিপন্থী।
উক্ত পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে সওজের অধিগ্রহণকৃত ভূমি থেকে আপনার অবৈধভাবে অবকাঠামো অপসারণ করার জন্য বলা হলো। অন্যথায়, অবৈধভাবে দখল রোধকল্পে ও সরকারি সম্পদ রক্ষার্থে স্থাপনা উচ্ছেদসহ আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।