শিরোনাম ::
ঢাকা আজ বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন বৈরুতে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় নিহত ১৫ পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল? চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছে বছরে ৪ বিলিয়ন ডলার খুনিদের গোড়া থেকে নির্মূল না করলে আবার ষড়যন্ত্র করবে রোহিঙ্গা তরুণদের ‘ইয়ুথ মুভমেন্ট ফর আরাকান’ এ স্বদেশ ফেরার আকুতি বাংলাদেশের তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতে আগ্রহী বিশ্বব্যাংক চকরিয়ায় মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত চকরিয়া পেকুয়ার প্রবাসি রেমিট্যান্স যোদ্ধাদের নিরাপদ অভিবাসন নিশ্চিতকল্পে হেল্পডেক্স চালু
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় মহৎস্যজীবী যুবক-যুবতীদের কারিগরি প্রশিক্ষণের সনদ বিতরণ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২

ফারুক আহমদ, উখিয়া
উখিয়ায় মৎস্যজীবী গ্রাম সমিতির বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ৩ মাস ব্যাপি আবাসিক কারিগরি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১ টায় উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের পাইন্যাশিয়া বাংলা-জার্মান সম্প্রীতি (বিজিএস) ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পোন্টে থ্রী চট্টগ্রাম অঞ্চলের এসসিএমএফপি’র আঞ্চলিক সমন্বয়কারী হাসান নেওয়াজ মোহাম্মদ মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা জার্মান সম্প্রীতির নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমা।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাসান শাহনেওয়াজ মোহাম্মদ মামুন বলেন, উপকূলীয় জেলে পরিবারের বেকার যুবক – যুবতীদের কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্য মৎস্য অধিদপ্তরের পাশাপাশি এসডিএফ ব্যাপক কাজ করে যাচ্ছেন। জীবনযাত্রার মানোন্নয়নে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে নিজেরা ঘুরে দাঁড়ানোর বিশাল সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, প্রশিক্ষণের দক্ষতাকে কাজে লাগিয়ে বেকারত্ব দূরীকরণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে ।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (কম্পোনেন্ট – ৩) কমিউনিটি এম্পোওয়ারমেন্ট এন্ড লাইভলীহুড ট্রান্সফরমেশন কর্মসূচির আওতায় আবাসিক কারিগরি প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক কর্মকর্তা মোছাম্মৎ জীবন আরা তিথী।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাইন্যাশিয়া বিজিএস ট্রেনিং সেন্টারের রিজিওনাল ম্যানেজার মোঃ দিদার উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিএফের রিজিওনাল ফিল্ড কো – ম্যানেজমেন্ট এক্সপাট এস এ এম মুনীর ও ক্লাষ্টার অফিসার রাকিবুল ইসলাম ।
প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাদিয়া ইসলাম কাজল ও ইমরানুল হক।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বাংলা জার্মান সম্প্রীতি ( বিজিএস) এর বাস্তবায়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ( এসডিএফ) এর সহযোগিতায় ৪০ জন বেকার জেলে যুবকদের কে ২ টি কোর্সে প্রশিক্ষণ দেওয়া হয় । ৩ মাস ব্যাপী ইলেকট্রনিক হাউজ ওয়্যারিং এবং মোবাইল ফোন সার্ভেসিং বিষয়ে হাতে কলমে আবাসিক প্রশিক্ষণ পেয়েছে শিক্ষার্থীরা ।

অনুষ্ঠান পরিচালনা করেন প্রশিক্ষক মোঃ আমির আরফাজাহ। সহযোগিতায় ছিলেন বিজিএস ট্রেনিং সেন্টারের হিসাব বিভাগের মাহফুজুল করিম প্রশিক্ষক ছানোয়ার হোসেন ও তানিয়া বেগম ।


আরো খবর: