শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বিপুল পরিমাণ অকটেনসহ গ্রেফতার ২

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ মার্চ, ২০২৪

কক্সবাজারের উখিয়ার দক্ষিণ ডেইলপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অকটেনসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৯০ লিটার অকটেন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত অকটেনের আনুমানিক বাজারমূল্য দুই লক্ষ ছত্রিশ হাজার দুইশত টাকা মাত্র। পাচারের জড়িত থাকার অভিযোগে দুইটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু বক্করের ছেলে আজিম উল্ল্যাহ (৩৫) ও উখিয়ার কোটবাজার এলাকার মৃত রাজেন্দ্র বড়ুয়ার ছেলে দিপু বড়ুয়া (৩৫)। গ্রেফতারকৃত আসামিদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১৯মার্চ) গভীর রাতে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ ডেইলপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।


আরো খবর: