শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় বর্ণাঢ্য আয়োজনে গ্রামীণফোন সেন্টারের উদ্বোধন 

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক::

দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর “গ্রামীণফোন” গ্রাহকদের সহজে সেবা প্রদান করার লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় গ্রামীণফোন সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় ফিতা ও কেক কেটে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে উখিয়া থাকা রোডে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন, উখিয়া প্রেসক্লাব সভাপতি এস এম আনোয়ার, এডভোকেট আব্দুর রহিম, গ্রামীণফোনের চট্টগ্রাম সার্কেল রিটেইল হেড মুহাম্মাদ সাখাওয়াত হোসেন চৌধুরী, চট্টগ্রাম সার্কেল টেকনোলজি হেড মোহাম্মদ ফিরোজ উদ্দিন, কক্সবাজারের এরিয়া ম্যানেজার মোহাম্মদ ওমর ফারুক, কক্সবাজারের রিটেইল চ্যানেল ম্যানেজার মোঃ আরিফুর রহমান, উখিয়ার টেরিটরি ম্যানেজার মোহাম্মদ ইমাম উদ্দিন, উখিয়া গ্রামীণফোন সেন্টারের পরিচালক নুরুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উখিয়া গ্রামীণফোন সেন্টারের পরিচালক নুরুল আমিন জানান, উখিয়া ও টেকনাফ উপজেলার গ্রাহকরা এখন থেকে হাতের কাছে হ্যান্ডসেট, মডেম, সিমের মালিকানা পরিবর্তন, ফ্লেক্সিলোড ও বিল পেমেন্ট, ইন্টারন্যাশনাল রোমিং সার্ভিস, প্রিপেইড ও পোস্টপেইড মাইগ্রেশনসহ গ্রামীণফোনের সকল সুযোগ-সুবিধা উখিয়া গ্রামীণফোনের সেন্টার থেকে পাবেন।


আরো খবর: