কক্সবাজারের উখিয়ার বিভিন্ন স্থানে চলছে পাহাড় কাটা ও বালি উত্তোলন। তার প্রেক্ষিতে পালংখালী ইউনিয়নের থাইংখালীতে বনবিভাগ অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ডাম্পার জব্ধ করেছে।
রোববার (২৮ মার্চ)সকাল ১১টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিট গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তেলখোলা এলাকায় অভিযান পরিচালনা করে।
সুত্রে জানা গেছে, সম্প্রতি বনভূমি পাহাড় কেটে মাটি পাচার ও বালি উত্তোলন করার কারনে পরিবেশের মারাত্নক ক্ষতি সাধন করে যাচ্ছে। এমন সময়ে বনবিভাগ অভিযান চালিয়ে মাটি পাচারকালে একটি মাটি ভর্তি ডাম্পার (মিনি ট্রাক) গাড়ি জব্দ করেছে। জব্দকৃত ডাম্পার গাড়িটি সাবেক মেম্বার জয়নালের বলে জানা গেছে।
এই অভিযান পরিচালনা করেন থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন রাজুর নেতৃত্বে বনকর্মীরা।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান চালিয়ে একটি মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।