বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় দেড় লাখ পিস ইয়াবাসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৭ মার্চ, ২০২২

কক্সবাজারের উখিয়ার বালুখালী পানবাজার এলাকায় অভিযান চালিয়ে ১লক্ষ ৫০হাজার ইয়াবাসহ ১জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। গ্রেফতারকৃত ব্যক্তি পালংখালী উত্তর রহমতের বিল গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে মোঃ শাহজাহান (৩১)।

রবিবার (২৭মার্চ) দুপুর ১টা দিকে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচয় করে।

র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ বিল্লাল উদ্দিন বলেন, উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ বালুখালী পানবাজার এর দক্ষিণ পার্শ্বে ফ্রেন্ডশিপ হাসপাতালের গেইট সংলগ্ন কক্সবাজার-টেকনাফ সড়কে মাদক কারবারিরা ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান নিলে র‍্যাব ও সেখানে অবস্থান নেয়। পরে পাচারকারিরা তা বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ১লক্ষ ৫০হাজার পিস ইয়াবাসহ শাহজাহানকে গ্রেফতার করে৷

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে।


আরো খবর: