বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় দেশীয় অস্ত্র ও গুলিসহ আটক ১

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার নলবুনিয়া এলাকায় বিজিবির অভিযান পরিচালিত হয়ে দুটি দেশীয় পিস্তল এবং ১০ রাউন্ড তাজা গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

২৪ নভেম্বর রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। সীমান্ত পিলার-১৯ থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থানরত সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার আলতাজ মিয়ার পুত্র আব্দুর রহিম (৩২)।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, সীমান্ত এলাকায় চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর। আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
###


আরো খবর: