তুমিই ৯৯, তুমিই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শীর্ষক এক মতবিনিময় সভা উখিয়া প্রেস ক্লাব হল রুমে অনুষ্ঠিত হয়।
এসএসসি ৯৯ ব্যাচ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতি করেন মোহাম্মদ ইসহাক।
এম ফয়সাল সিকদার টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কামরুনেচ্ছা বেবি, মোহাম্মদ রফিক উদ্দিন, নুরু জ্জামান বাক্কা, মোহাম্মদ হোসেন,শেখ জাহাঙ্গীর হাসান মানিক, মোহাম্মদ হানিফ, মোশারফ হোসাইন, মীর কাশেম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, লিঙ্গ বৈষম্য দূর করতে নারী সমাজ তথা নারী নেতৃত্বকে এগিয়ে আনতে হবে এবং এগিয়ে দিতে হবে। উপজেলা পর্যায়ে সর্ব্বোচ্চ নারী জনপ্রতিনিধি হলো উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। দক্ষ, নির্লোভ, কঠোর পরিশ্রমী ও নারী উদ্যোক্তাদের আগামীতে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করলে পুরো উখিয়ার নারী সমাজ এগিয়ে যাবে।
আন্তর্জাতিক বিশ্ব ও সমগ্র দেশে কাছের উখিয়ার গুরুত্ব এখন অনেক বেশি। এই গুরুত্বকে কাজে লাগিয়ে পুরো উখিয়ার নারী সমাজকে এগিয়ে নিতে এবং উখিয়াকে এগিয়ে দিতে উখিয়া উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুনেচ্ছা বেবিকে আগামীতেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করা জরুরি।