বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় চারটি অবৈধ স’মিল উচ্ছেদ!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের থাইংখালীতে অভিযান চালিয়ে ৪টি অবৈধ স’মিল উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(১৮ আগস্ট) দুপুর ২টা থেকে থাইংখালী ঘোনারপাড়ায় শুরু হয় এ অভিযান। দীর্ঘ সাড়ে তিন ঘন্টার অভিযানে উচ্ছেদ করা হয় অবৈধভাবে গড়ে উঠা চারটি অবৈধ স’মিল। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,”পালংখালীর ৪নং ওয়ার্ডের তাজনিমার খোলা এলাকার মৃত নুর আহমদের ছেলে ছাবের আহমদ,গজুঘোনা এলাকার নুর আলমের ছেলে শফিক,বজলের ছেলে নাছির উদ্দিন,রহমতের বিলের রসুর ছেলে আক্তার,ঘোনার পাড়ার মৃত আবদুর রশিদের ছেলে নুরুল বশর দীর্ঘদিন যাবত অবৈধভাবে স’মিল স্থাপন করে কাঠ চিরাই করে আসছে। এ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।”

উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জ কর্মকর্তা ও বিট অফিসারদের সহযোগিতায় থাইংখালীতে অবৈধভাবে গড়ে উঠা চারটি স’মিল উচ্ছেদ করা হয়। এসময় কাঠ চিরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঠ জব্দ করা হয়।”

অবৈধভাবে গড়ে উঠা স’মিল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলে উখিয়া বনবিভাগ সূত্রে জানা যায়।


আরো খবর: