শিরোনাম ::
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান বলেছেন , বর্তমান সরকার প্রযুক্তি ব্যবহারের কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছেন। অধিক ফলন উৎপাদন করে দেশকে খাদ্য স্বয়ং সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক চাষীদেরকে সার বীজ ও কৃষি উপকরণ বিতরণের পাশাপাশি ভর্তুকির মাধ্যমে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে ।

২৩ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেলে উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নে করইবনিয়া এলাকায় আধুনিক যন্ত্র কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে শস্য কর্তন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় স্থাপিত ৫০ একরের সমলয়ে আমন ধান চাষের ব্লক প্রদর্শনী শস্য কর্তন অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান আরো বলেন, কম্বাইন্ড হারভেষ্টারের মাধ্যমে জমিতে চারা রোপন, শষ্য কর্তন ও ধান মাড়াই একসাথে করা যায়। এই আধুনিক প্রযুক্তি ব্যবহারে শ্রমিক কম লাগে, সময় অপচয় হয় না ও অর্থের সাশ্রয় হয়। স্থানীয় জনগণকে অধিক ফলন উৎপাদনে প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে শস্য কর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন ।

এ সময় আরো বক্তব্য রাখেন কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের ইউএও হিরা লাল নাথ, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তাহের, উপসহকারী কৃষি কর্মকর্তা নিউটন চৌধুরী, মেম্বার আব্দুর রহিম ও কৃষক প্রতিনিধি জয়নাল আবেদীন ।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শাহীন ইমরান কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে শস্য কর্তন অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ।


আরো খবর: