শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ অক্টোবর, ২০২১

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পের মধুরছড়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে ১৪ এপিবিএন সদস্যরা।

আটককৃতরা হলেন, ক্যাম্প ৪ এর ব্লক বি ২০ এর মৃত মোহাম্মদ আলমের ছেলে মোঃ ইদ্রিছ (২২) ও মৃত মকবুল আহম্মেদ ছেলে শফিউল আলম (৪০)। এসময় তাদের কাছ থেকে ৪শ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

২ অক্টোবর (শনিবার) সকালে মধুরছড়া পুলিশ ক্যাম্পের গ্রেফতারকৃত আসামি শফিউল আলম ঘরের সামনে এ ঘটনা ঘটে।

এপিবিএন সূত্রে জমানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২ রোহিঙ্গা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের খবরের ভিত্তিতে মধুরছড়া পুলিশ ক্যাম্পের সহঃ কমান্ডার মেহেদী হাসান শাকিল এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌছামাত্র ২ মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় অফিসার ফোর্সসহ তাদের ২ জনকে আটক করি।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এস আই মোস্তফা কামাল বাদি হয়ে অফিসার ইনচার্জ,উখিয়া থানা কক্সবাজার এর বরাবর এজাহার দাখিল পূর্বক মামলা রুজু প্রক্রিয়াধীন।


আরো খবর: