বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে সাবেক সাংসদ আব্দুর রহমান বদি প্রকাশ ইয়াবা বদির পরামর্শদাতা হিসেবে পরিচিত ও আওয়ামী লীগ নেতা গ্রফতার করা হয়েছে থানা পুলিশ৷

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়৷

গ্রেফতার আওয়ামী লীগ নেতা জালিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার বদিউল আলমের পুত্র সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক (৪২)।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানা অফিসার ইনচার্জ মো আরিফ হোছাইন জানান, গ্রেফতার আওয়ামী লীগ নেতা সাবেক সাংসদ আব্দুর রহমান বদির পরামর্শদাতার বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা ওয়ারেন্ট রয়েছে। যার ফলশ্রুতিতে তাকে গ্রেফতার করা হয়৷

তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর উখিয়া থানা পুলিশ প্রতিদিন অভিযান পরিচালনা করছেন৷ এরআগেও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের ৪জন ওয়ারেন্ট আসামিদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়৷ আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে৷


আরো খবর: