শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শনিবার, ১০ মে ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে ০৮ এপিবিএন। শুক্রবার রাতে এ অভিযান পরিচালিত হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ক্যাম্প-১৮-এর ব্লক এম/২ এলাকায় অভিযান পরিচালনা করে এপিবিএন। এইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরসা সন্ত্রাসীরা ৩ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

পরে অভিযানস্থল থেকে দুটি সচল ওয়ান শুটার গান এবং দুটি ৭.৬২ চায়না রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযানের পর উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে উখিয়া থানায় জমা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আরো খবর: