বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার পালং উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১০ জুন, ২০২২

ফারুক আহমদ,উখিয়া::

উখিয়ার পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১০ জুন (শুক্রবার) বিদ্যালয়ের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা মাধ্যমিক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) বদরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক বিমান কর্মকর্তা জালাল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি সাংবাদিক ফারুক আহমদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খোরশেদ আলম।

শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পালং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল আহসান মানিক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিক উদ্দিন মাহমুদ, মোহাম্মদ ইদ্রিস মিয়া খাইরুল বাশার খুরশিদা বেগম ও মাওলানা মনসুর আলম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন সায়মা।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জেসিকা মোরশেদ রাইসা, মোস্তফা কামাল, নেজাম ও শাকিল অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাস্টার নুর হোসাইন , কায়সার, জালাল প্রমুখ।


আরো খবর: