শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার জালিয়াপালং ইউনিয়ন পরিষদে চাল নিয়ে নৌকার চেয়ারম্যানের চালবাজি, গুদামে সিলগালা

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

উখিয়ায় জালিয়াপালং ইউনিয়ন পরিষদে উপকারভোগীদের চাল বিতরণ না করে বিক্রির উদ্দেশ্যে মজুদ করার অভিযোগ উঠেছে। বিষয়টি নজরে আসলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে গুদাম সিলগালা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার(২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জালিয়াপালং ইউনিয়ন পরিষদে অতিরিক্ত চাল মজুদ রাখার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করে বিতরণ না করা চাল আগামী রবিবার বিতরণ করার ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি।

জানা যায়, জালিয়াপালং ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন ধ‌রে সরকারি চাল বিক্রি কর‌ছে জালিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি চেয়ারম্যান এস এম সৈয়দ আলমের নেতৃত্বে একটি চক্র। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশ্যে হতদ‌রিদ্রদের মা‌ঝে ঠিকমতো বিতরণ না করে কা‌লোবাজা‌রি করার জন্য একটি রুমে মজুদ ক‌রে রাখ‌তো উপকারভোগীদের বরাদ্দ থেকে আত্মসাত করা চাল। প‌রে সেখা‌ন থে‌কে ট্রাক‌যো‌গে দে‌শের বি‌ভিন্ন খাদ্য গোডাউন ও চা‌লের ডিলার‌দের কা‌ছে বি‌ক্রি কর‌তেন।

স্থানীয়রা জানান, “৯টি ওয়ার্ডের চাল বিতরণ শেষে অতিরিক্ত আরও সাড়ে ৫শ বস্তা চাল মজুদ রাখা হয়। যা হতদরিদ্রদের মাঝে বিভিন্ন অজুহাতে বিতরণ না করে মজুদ করে রাখা হয়েছিলো। পরিষদে এরকম অনিয়ম রুখে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা।”

জালিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি জানান,”বিতরণের চেয়ে অতিরিক্ত কিছু চাল মজুদ ছিলো যার বিষয়ে চেয়ারম্যান এস এম ছৈয়দ আলম জানেন বলে জানান।”


আরো খবর: