বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আবারো অস্ত্র, গোলাবারুদ ও গ্রেনেড উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল::

কক্সবাজারের উখিয়া উপজেলার ময়নারঘোনা ক্যাম্পে ৮ এপিবিএন-এর বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি এবং ১টি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) ক্যাম্প ১৮ এর ব্লক ডি এর সাব ব্লক কে-৬ এই অভিযান চালানো হয়।

এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এলাকায় আরসা সন্ত্রাসীদের অবস্থানের খবর পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে অস্ত্র ও গোলাবারুদ ফেলে যায়।

এইসময় পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ান শুটার গান, ১ রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি এবং ১টি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয় এবং সেগুলো ময়নারঘোনা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।

৮ এপিবিএন-এর ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আরো খবর: