শিরোনাম ::
গলায় ফাঁস দিয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা পেকুয়ায় মহেশখালীতে মদ ভেবে কেমিক্যাল খেয়ে মাদক নির্মূল কমিটি সদস্যের মৃত্যু সেন্টমার্টিনকে বাঁচাতে বিধিনিষেধ দেওয়া হয়েছে : উপদেষ্টা টেকনাফে অভিযানে উদ্ধার তাজা রকেট হিট কানাডায় স্ত্রী ও সন্তানকে রেখেই তথ্য গোপন করে বিয়ের পিড়িতে কক্সবাজারের নুর! কক্সবাজার এসএসসি ৯৯ ক্রিকেট টুর্ণামেন্টে বেঙ্গল ৯৯ ও লিজেন্ড ফাইটার্স ৯৯ চকরিয়া’র শুভ সূচনা কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য বিতরণ সবার আগে নির্বাচনী সংস্কার দরকার মসজিদে নববীর আদলে করা হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মাহমুদুর রহমান দেশপ্রেমের জীবন্ত প্রতীক
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়া ও সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি মালামাল উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

শহিদ রুবেল:

কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির পৃথক দুইটি অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট, ১৬০ লিটার সয়াবিন তেল, ৯ হাজার প্যাকেট মিরাজ বিড়িসহ দুইটি সিএনজি উদ্ধার করা হয়েছে। অভিযানে উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য কয়েক লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, শুক্রবার বালুখালী বিওপির নিয়মিত টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-২১ থেকে এক কিলোমিটার ভেতরে কুতুপালংয়ের লম্বাশিয়া এলাকায় অভিযান চালায়। পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা গুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন ভোররাতে বিজিবির ঘুমধুম বিওপি চৌকস টহল দল পশ্চিম কুল এলাকায় অভিযান চালিয়ে দুইটি সিএনজি, ১৬০ লিটার সয়াবিন তেল এবং ৯ হাজার প্যাকেট মিরাজ বিড়ি উদ্ধার করে। উদ্ধারকৃত মালামালও সীমান্তে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাকারবারিদের সনাক্তে অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী জানান, “মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনগণের সহায়তায় আমরা সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বদ্ধপরিকর।”


আরো খবর: