শিরোনাম ::
পাঠ্যবইয়ে হাসিনা ও আ.লীগের নাম বাদ দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস উখিয়া ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের বার্ষিক সাহিত্য, ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ সম্পন্ন বিএনপি আরেকটি ১/১১ চাইছে দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা নিজের কথা ও সুরে সিনেমার গানে কণ্ঠ দিলেন মোশাররফ ইন্টারনেটের ওপর বর্ধিত শুল্ক প্রত্যাহারের বিষয়ে উপদেষ্টা নাহিদের পোস্ট শৈত্যপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিলো আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদন ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঋণের কিস্তি ছাড় পেছাল আইএমএফ ‘পরবর্তী ২০ বছর দেশের রাজনীতিতে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে’
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ার শিক্ষক এস এম কামাল উদ্দিন অবসর জনিত বিদায়ে সংবর্ধিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

দীর্ঘ কাল শিক্ষকতা শেষে অবসর নিলেন উখিয়ার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন।

শনিবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী পাতাবাড়ি সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গুণি এই শিক্ষকের অবসর জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

বক্তব্যে তিনি বলেন, ” শিক্ষকরা জাতি গড়ার কারিগর, উখিয়ায় প্রাথমিক শিক্ষার প্রসারে এস এম কামাল উদ্দিনের অবদান স্মরণীয় হয়ে থাকবে।”

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সংবর্ধিত অতিথি শিক্ষক এস এম কামাল উদ্দিন তাঁর কর্মজীবনের সহকর্মী সহ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কর্মকালীন বিভিন্ন স্মৃতিচারণ করেন।
আলোচনা সভার পাশাপাশি সংবর্ধিত অতিথি কে মানপত্র ও সম্মাননা স্মারক সহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় উদ্বোধকের বক্তব্য রাখেন উখিয়ার সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহাদত হোছাইন আখন্দ ও স্বাগত বক্তব্য রাখেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন।

বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা প্রকৌশলী মোঃ রোকনুজ্জামান খাঁন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আলী আহমেদ অনিক, ইউ আর সি ইনস্ট্রাক্টর অশোক কুমার আচার্য্য, বাংলাদেশ প্রাঃ শিঃ সমিতি সাবেক সভাপতি এম শামশুল আলম, উখিয়া কলেজের অধ্যক্ষ ভারপ্রাপ্ত অজিত দাশ, নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া কলেজের অধ্যাপক তহিদুল আলম তহিদ,সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোক্তার আহমদ, উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, ,ভালুকিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রাক্টর, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক রতন কান্তি দে, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার সহ আরো অনেকে।

উখিয়া উপজেলার পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আদিত্য বড়ুয়া রাহুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন পোস্ট মাস্টার এসএম জসিম।


আরো খবর: