শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১১:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী সেবার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়া এরিয়া প্রোগাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর অর্থায়নে ও এনজিও শেড এর সার্বিক তত্ত্বাবধানে সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাধীন সেবার মান উন্নয়ন বিষয়ক কর্ম-পরিকল্পনা প্রনয়ন কর্মশালা উখিয়াস্থ পালস ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সিভিএ ওয়ার্কিং গ্রুপ কমিটির সভাপতি মাওলানা ক্বারী সামশুল আলমের সভাপতিত্বে ও শেড এর মনিটরিং ও এভ্যায়েলুশন স্পেশালিষ্ট মোঃ সাইদুল হক-এর সঞ্চালনায় অনুষ্ঠিত দিনব্যাপী কর্ম-পরিকল্পনা প্রনয়ন সভায় স্ব স্ব বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আল মাহমুদ, উখিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান, উখিয়া প্রেস ক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিষ্ট মেহেরুন নেছা নীলা ও বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম প্রমূখ।

সভায় বক্তারা বলেন, সামাজিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী তৈরির মাধ্যমে সমাজকে অবক্ষয় মুক্ত রাখতে স্ব স্ব ক্ষেত্রে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি নারী-পুরুষ সকলকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয়ায় জন্য নিজেদের টেকনিক্যাল শিক্ষা গ্রহণ করতে হবে।

এছাড়াও প্রশ্ন-উত্তর পর্বে সমাজের বিভিন্ন স্তরে দায়িত্বরত ৫০ জন অংশগ্রহণকারী মতামত পেশ করেন।


আরো খবর: