বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবাসহ এক বাংলাদেশী নাগরিক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ এক বাংলাদেশী নাগরিককে আটক করেছে ১৪ এপিবিএন। রবিবার দিবাগত রাতে এপিবিএন এই অভিযান পরিচালনা করে।

আটক ওমর ফারুক (২৮) টেকনাফ উপজেলার পশ্চিম গুদারবীল বটগাছতলা গ্রামের বাসিন্দা।

১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ ইকবাল জানান, ওমর ফারুককে রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-ডি, সাব ব্লক-ডি/১ সিআইসি অফিসের সামনের সলিং রাস্তার উপর থেকে আটক করা হয়। আটকের সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এই ঘটনায় আটককৃত ওমর ফারুককে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় উখিয়া থানার মামলা নং-৫৮, তারিখ-২৫/০২/২০২৪, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।


আরো খবর: