শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক খুন, অপহরণ,মাদক ব্যবসা, আধিপত্য বিস্তার ও মানবপাচার যেনো থামছেই না। দিন দিন অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প। এতে সাধারণ রোহিঙ্গাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ফের খুনের ঘটনা ঘটেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবাল।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় ক্যাম্প-৮ ওয়েস্টের এ-২৯ ব্লকের একটি বেসরকারি সংস্থার হাসপাতালের সামনে রাস্তায় খুন হয়েছেন মো. ইউছুপ নামের এক রোহিঙ্গা। নিহত ইউছুপ এইচ-১৭ ব্লকের হামিদ হোসেনের ছেলে।

অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় আরসা সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা তরুণ নিহত হয়েছে। খবর পেয়ে ১৪ এপিবিএনের দায়িত্বরত টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত রোহিঙ্গা আরএসও সদস্য। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদনের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি বলেও জানান তিনি।


আরো খবর: