কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুফতি জামাল (৫৫) নামে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সাবেক এক সদস্য নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।
এ ঘটনার পর থেকে ক্যাম্প অভ্যন্তরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহত হলেন উখিয়ার ১১নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বি/১১-এর নজির আহমদের ছেলে। রোহিঙ্গারা বলছেন, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রতিদিন রাত হলে গুলিবিনিময় ঘটনা ঘটে। এ ঘটনায় আতংকিত সাধারণ রোহিঙ্গারা।
www.bahannonews.com
১০ আগস্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১ এর রোহিঙ্গা বাজারে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ আলী সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, ‘এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। তবে বর্তমানে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
এ ব্যাপারে ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ৯টার দিকে ক্যাম্প-১১-এর রোহিঙ্গা বাজারে তিনি সকালে কেনাকাটা করছিলেন, হঠাৎ পেছন থেকে অজ্ঞাত পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত মুফতি জামালকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে ওই ক্যাম্পের ফ্রেন্ডশীপ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’