সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁও বাজারে পুলিশের সামনে জমির মালিককে হুমকি দেয়ার অভিযোগ : ভিডিও ভাইরাল

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০২৩

নিজস্ব প্রতিবেদক::

ঈদগাঁও বাজারে পুলিশের সামনে দোকানসহ ব্যক্তি মালিকানাধীন জায়গায় গিয়ে জমির মালিক ও পরিবারের লোকজনকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারী) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম কর্তৃক পুলিশের উপস্থিতিতে এ ধরণের হুমকি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সাইফুল ইসলাম ইসলামবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। শুধু তাই নয়, উক্ত জায়গা তিনি নিয়ে নেয়ার প্রকাশ্যে হুমকি দেয়ার পাশাপাশি ক্ষমতা দেখানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগী জায়গার মালিক মুক্তা স্বর্ণ শিল্পালয়ের মালিক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃনাল কান্তি আচার্য্য। জায়গার মালিক মৃনাল কান্তি আচার্য্য অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ঈদগাঁও বাজারে তার মালিকাধীন দোকানসহ জায়গা জবর দখলের পাঁয়তারা চালিয়ে আসছে এক প্রভাবশালী ব্যক্তি। তার প্ররোচনায় আজকের (বৃহস্পতিবার) এই ঘটনা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইফুল ইসলাম মেম্বার। তিনি বলেন, আমি উক্ত বিরোধীয় জমির একজন বিচারক। এই জমি নিয়ে আদালতে বিচারাধীন জায়গার শান্তি শৃংখলা রক্ষার জন্য গিয়েছিলাম। এখানে জমি দখল-বেদখল বা হুমকি দেয়ার কথায় আসে না। ঈদগাঁও থানার ওসি মোঃ গোলাম কবির জানান, উক্ত জায়গায় আদালতের ১৪৪ জারি রয়েছে। পুলিশ গিয়েছিল উভয় পক্ষকে আদালতের আদেশ মেনে থাকার জন্য বলতে। তবে কে বা কারা এক পক্ষকে হুমকি দিয়েছে তা আমার জানা নাই। মৃণাল কান্তি আচার্য্য জানান, জমিটি তাদের খতিয়ানী জায়গা। আর, এস ১৩৬ নং খতিয়ান এবং এম, আর ১৭৫ নং খতিয়ানের (সৃজিত বি, এস ৫১৭৮ নং খতিয়ান) জমি প্রায় দুই বছর প্রতিপক্ষ ভবেশেরা অবৈধভাবে দখলে রেখেছিল। বিরোধীয় জমির ব্যাপারে আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। শুধু তাই নয়, ওই চক্রটি দীর্ঘদিন ধরে মৃনাল আচার্য্য এবং তার পরিবারের বিরুদ্ধে নানা ধরণের ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এদিকে গত ২৪ নভেম্বর রাতে মায়ের মৃত্যুর কারণে আত্মীয়-স্বজন যখন শোকে কাতর ঠিক সেসময় প্রভাবশালী জনৈক ভবেশের নেতৃত্বে শতাধিক লোক নিয়ে তার দোকানসহ জায়গাটি জবর দখলের চেষ্টা চালানো হয়েছিল বলেও অভিযোগ করেন ভুক্তভোগী মৃনাল আচার্য্য। সেসময় এসব অভিযোগ অস্বীকার করে উক্ত জায়গাটি নিজের বলে দাবী করেছিল অভিযুক্ত ভবেশ।


আরো খবর: