শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওয়ে মোটরসাইকেলে প্রাণ গেল কিশোরের

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

টগবগে কিশোর ইমতিয়াজের প্রাণ গেলো তারই শখের মোটরসাইকেল দুর্ঘটনায়। হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সোমবার ( ৬ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী(১৮) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া গ্রামের প্রবাসী মনজুর আলমের বড় ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ এলাকা নতুন অফিসে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এদিকে টগবগে কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্বজন, এলাকাবাসী ও বন্ধুমহলে শোকের ছাঁয়া নেমে আসে।পরিবারে চলছে বুকফাটা আহাজারি।

উল্লেখ্য, বিগত মাস তিনেক পূর্বে তার প্রবাসী চাচা মনছুর আলম ভাতিজাকে শখের এ মোটরসাইকেলটি ক্রয় করে দেন।


আরো খবর: