বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ০১:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে মনির উদ্দিন (৩৫) নামের এক ব্যক্তি হিট স্ট্রোকে মারা গেছেন।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মনির উদ্দিন জালালাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পালাকাটা এলাকার মৃত ইলিয়াসের ছেলে।

মনিরের পরিবারের সদস্যরা জানান, রাতে পরিবারের সবার সাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন মনির। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে হঠাৎ বুকে ব্যথা অনুভব করার কথা জানালে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করলে মনির উদ্দিনের শরীরে হিট স্ট্রোকের লক্ষ্মণ ধরা পড়ে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য আরমান উদ্দিন, মনির উদ্দিন একেবারে সুস্থ স্বাভাবিক মানুষ ছিলেন। খুবই কর্মঠ ছিলেন। অতিরিক্ত গরমে কাজ করার ফলে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।


আরো খবর: