মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে মসজিদে যাওয়ার পথে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ এপ্রিল, ২০২২

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নামাজে যাওয়ার পথে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেকুল ইসলাম (১৭) ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়ার মৃত ছগির আহমদের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তারেকুল ওই এলাকার দিবা ব্রিক ফিল্ডের পশ্চিমপার্শ্বে দোকানদারি করতেন। সোমবার ভোররাতে সেহরি খেয়ে ফজরের নামাজের জন্য মসজিদে যাওয়ার পথে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার এসআই শামীম জানান, হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।


আরো খবর: