শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঈদগাঁওতে নির্বাচনি সহিংসতায় যুবক নিহত

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে সফুর আলম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

সফুর আলম পশ্চিম পোকখালী এলাকার নুর উদ্দিনের ছেলে। তিনি টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের কর্মী বলে দাবি করা হচ্ছে।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নির্বাচনে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে টেলিফোন প্রতীকের কর্মী সফুর আলম ও মোটরসাইকেল প্রতীকের এজেন্ট মাসুদের ভাই সাইদুলের সঙ্গে হাতাহাতি হয়। বিষয়টি মাসুদ জানতে পারার পর সাইদুলের সঙ্গে সফুর আলমের ঝগড়া বাধে। একপর্যায়ে সফুর আলমকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঈদগাঁও মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর নিহতের স্বজন ও টেলিফোনের সমর্থকরা মাসুদের ঘর ভাঙচুর করে। এসময় অন্তত ৬/৭ জন আহত হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।


আরো খবর: