সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ৯ এপ্রিল, ২০২২

ফেনীর মহিপাল স্টারলাইন কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মো. সাবেত নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত সাবেত কক্সবাজারের টেকনাফ উপজেলার কেকে পাড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

শুক্রবার (৮ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল স্টারলাইন কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ ঐ যুবককে গ্রেফতার করা হয়।

ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, আটককৃত সাবেতের বিরুদ্ধে মাদক আইনে ফেনী মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আরো খবর: