শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইয়াবাসহ গ্রেপ্তার ৩, কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করত তারা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৭ জুন, ২০২২

রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ। এসময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, আতিকুর রহমান ওরফে লাভলু ও মো. শাহজাহান। রোববার (২৬ জুন) রাতে ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

ডিবি তেজগাঁও বিভাগের দাবি, গ্রেপ্তাররা পেশাদার মাদক কারবারি।

অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, তথ্য আসে মতিঝিলের ফকিরাপুল এলাকার তোতা মিয়া ম্যানশনের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, গ্রেপ্তাররা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করত। সেগুলো তারা রাজধানীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


আরো খবর: