বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ইসরায়েলে হিজবুল্লাহর মুহুর্মুহু রকেট হামলা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪


তেল আবিব, ২৫ নভেম্বর – ইসরায়েলের তেল আবিব শহরসহ দক্ষিণাঞ্চলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রোববার (২৪ নভেম্বর) হিজবুল্লাহর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হিজবুল্লাহ প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ-ঘাঁটিতে অ্যাটাক ড্রোন ব্যবহার করে মুহুর্মুহু হামলা চালিয়েছে। প্রথমবারের মতো এ ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে।

লেবাননের এই গোষ্ঠী জানায়, তেল আবিবের একটি ‘‌সামরিক লক্ষ্যবস্তুতে’ উন্নত প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে হিজবুল্লাহ। তেল আবিবের শহরতলীতে অবস্থিত গ্লিলট সামরিক গোয়েন্দা ঘাঁটিতে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

তারা আরও জানায়, তেল আবিবে দফায় দফায় রকেট নিক্ষেপ করা হয়েছে এবং একই সময়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সামরিক-বেসামরিক স্থাপনাকে রকেটের নিশানা বানানো হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিব শহরসহ মধ্য ও উত্তর ইসরায়েলের কয়েকটি স্থানে বিমান হামলার সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, লেবানন থেকে অন্তত ১৬০টি রকেট ইসরায়েলি ভূখণ্ডে নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এর মধ্যে কিছু রকেটে গুলি চালিয়ে ভূপাতিত করা হয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৪



আরো খবর: